মাদারীপুরে বিয়ের বৌভাত অনুষ্ঠানে খাবার টেবিলে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে মা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন, হ্যাপি বেগম (৪৬) ও তার ছেলে নাদির হোসেন (৩০)।
এই ঘটনায় রোববার (৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, মকবুল সরদার, কবির সরদার, জাফর সরদার, হাকিম সরদার, তারা সরদার। তবে ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হ্যাপি বেগম তার মামাতো ভাই ফারুক সরদারের বিয়েতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাটে বউ ভাত অনুষ্ঠানে যান। সেখানে খাবার টেবিলে বসা নিয়ে হ্যাপি বেগমের ছেলে নাদির হোসেনের সঙ্গে কবির সরদার ও জাফর সরদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মকবুল সরদারের নেতৃত্বে তারা হ্যাপি বেগম ও নাদির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
আহত নাদির বলেন, আমরা প্রথমে টেবিলে বসি। তারপরে কবিরুল লোকজন নিয়ে এলে আমরা বলি, একটু সরে বসেন এখানে একজন লোক আছে। এ কথা বলায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকেসহ মাকেও তারা মারধর করে কুপিয়ে জখম করে। আমরা এর সঠিক বিচার চাই।
আহত হ্যাপি বেগম বলেন, সরে বসতে বলার কথায় আমাদেরকে কুপিয়েছে। আমাদের শুধু শুধু মেরেছে। থানায় অভিযোগ করেছি।
অভিযুক্ত মকবুল সরদার বলেন, আমরা তাদেরকে মারি নাই। তারা চেয়ার থেকে পড়ে ব্যথা পেয়েছে।
মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিয়ের বৌভাত অনুষ্ঠানে হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।