আর্কাইভ থেকে দেশজুড়ে

তিনশত বছরের পুরনো রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন

তিনশত বছরের পুরনো রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন
নরসিংদীর রায়পুরা উপজেলার রাজপ্রসাদ গ্রামের একটি মাজার শরীফের রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও মাজারের ভক্ত আশেকানবৃন্দ। সোমবার (০৪ আগস্ট) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের লোকজন  ও মাজারের কয়েকশ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, এলাকার ও দূর দূরান্তের বহু ভক্ত সারা বছরই হযরত শাহ্ সুফি টকি মোল্লা (রঃ) এর মাজার শরীফে আসা যাওয়া করেন। প্রতি বছরই ওরশে হাজারো মানুষের আগমন ঘটে। সম্প্রতি তিনশত বছরের পুরনো ১২ ফিট রাস্তাটি ৬ ফিট সরু করে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে কতিপয় লোক। এতে মানুষ মারা গেলে মরদেহ নিয়ে যাওয়াসহ চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তাটির প্রয়োজনীয়তা সরেজমিন পরিদর্শন করে রাস্তাটির সমস্যা সমাধানের দাবি জানানো হয় মানবন্ধনে। পরে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা এডভোকেট খন্দকার হালিম, এনামুল হক, টিপু সুলতান, রাজিব খন্দকার প্রমুখ।  

এ সম্পর্কিত আরও পড়ুন তিনশত | বছরের | পুরনো | রাস্তা | দখল | ও | সরু | করার | প্রতিবাদে | মানববন্ধন