আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানের বোলারদের নিয়ে ভাবছেন না মিরাজ

পাকিস্তানের বোলারদের নিয়ে ভাবছেন না মিরাজ
আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ।  বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।  আফগানদের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ওই ম্যাচের সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজের কাছে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তানের পেস আক্রমণ সামলাতে তিনি প্রস্তুত কি না? টাইগার অলরাউন্ডার হাসতে হাসতে উত্তর দিয়েছেন, ‘আমি যেকোনো বোলারের মুখোমুখি হতে সব সময়ই প্রস্তুত।’ আফগানিস্তানের বিপক্ষে ওপেন করে চমক দেখানো মিরাজ যদি পাকিস্তানের বিপক্ষেও ওপেন করেন তাহলে শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর মতো পেস তারকাদের তাঁকে সামলাতে হবে। পাকিস্তানের বোলিং লাইন নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না? এমন প্রশ্নের উত্তরেও মিরাজ হেসে বলেছেন , ‘আমি কোনো বোলারকে (মুখোমুখি হওয়া) নিয়ে দুশ্চিন্তা করি না। আমি মিডল অর্ডারে ভালো খেলতে চাই। হ্যাঁ, পরের ম্যাচটা আমার জন্য দারুণ সুযোগ। টপ অর্ডারেও খেলতে পারব। টিম ম্যানেজমেন্ট সে সুযোগ দিলে ভালোই হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | বোলারদের | নিয়ে | ভাবছেন | মিরাজ