শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। জমেও উঠেছে বেশ। মাঠে যেমন চলছে ব্যাট-বলের লড়াই , তেমনি পয়েন্ট টেবিলের খেলাতেও মেতে উঠেছে দর্শকরা। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট সানরাইজার্স।
মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জার্সের জন্য। কারণ এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে চারজয়ে পয়েন্ট টেবিলে চারে অবস্থান করছে চট্টগ্রাম। এ ম্যাচ জিতলে প্লে-অফে উঠে যাবে তারা। বিপরীতে ৯ ম্যাচের মধ্যে মাত্র এটিতে জয় সিলেট সানরাইজার্সের। পয়েন্ট টেবিলে সবার তলানিতে তারা। শেষটা রাঙাতে চাইবে সিলেটের দলটি। তারাও যে মরণ কামড় দিতে চাইবে তা ভালো করেই জানে চ্যালেঞ্জার্স।
অন্যদিকে একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে, বিকেল সাড়ে ৫টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচ খেলে চার জয় খুলনার। পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে তারা। অন্যদিকে ৯ ম্যাচের ৬টিতে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। যারা প্রথম দল হিসেবে এবারের আসরে নিজেদের প্লে-অফটাও নিশ্চিত করেছে।
যদিও এবারের টুর্নামেন্টে দশটি ম্যাচই খেলে ফেলেছ মিনিস্টার গ্রুপ ঢাকা। দশ ম্যাচে চার জয় নিয়ে ৯ পয়েন্ট তাদের। তারকা বহুল দল গড়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি মাহমুদউল্লাহ-তামিম-মাশরাফিরা। নেট রান রেটেও বাজে অবস্থা তাদের। তাই আজকের (শনিবার) চট্টগ্রাম-সিলেটের খেলায় যদি কোনো অঘটনের শিকার হয় চ্যালেঞ্জার্স এবং খুলনা-কুমিল্লা ম্যাচে যদি ভিক্টোরিয়ান্স জয় পায় তবে বিদায় বলতে হবে ঢাকাকে। আর অলৌকিক কিছু ঘটে থাকলে এ দুই দলের যেকোনো একটি দল হারলে প্লে-অফের টিকিট পাবে মাহমুদউল্লাহ বাহিনী।
বায়ান্ন স্পোর্টস ডেস্ক