আর্কাইভ থেকে বাংলাদেশ

প্লে-অফ উঠার ম্যাচে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

প্লে-অফ উঠার ম্যাচে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট সানরাইজার্স। দুই দলেরই এটি শেষ  ম্যাচ। টুর্নামেন্টের প্লে-অফে উঠতে হলে এ ম্যাচে সিলেটের বিপক্ষে জিততেই হবে চট্টগ্রামকে। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে খেলা। 

এবারের আাসরে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে বেশ সমালোচনার জন্ম দিয়েছে তারা। সরাসরি যার নেতিবাচক প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সে। আর তাই লিগ পর্বের শেষ ম্যাচে এসেও সুতোয় ঝুলছে ওদের প্লে অফ ভাগ্য।

সেরা চারে যেতে হলে সিলেটের বিপক্ষে জিততেই হবে চ্যালেঞ্জার্সদের। আগের ম্যাচে ঢাকাকে হারিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে দলটি। একই সঙ্গে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। দলে ভালো করছে তরুণরাও। ইংলিশ  ক্রিকেটার উইল জ্যাক আর বেনি হাওয়েলরা ভরসার চট্টগ্রামের।

এদিকে এ আসরটা ভুলে যেতে চাইবে সিলেট সানরাইজার্স। একটা জয় পেয়েছিলো তারা। কখনো ব্যাটিং ভালো হয়েছে, কখনো বা বোলিং। এ দুইয়ের সম্মিলন ঘটাতে না পারায় সবার আগে বিপিএল শেষ যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির। তবে শেষটায় সান্ত্বনার জয় তুলে নিতে চায় তারা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: 
জাকির হাসান, উইল জ্যাকস, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, আকবর আলী, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

সিলেট সানরাইজার্স একাদশ: 
কলিন ইনগ্রাম, এনামুল হক বিজয়, লেন্ডল সিমন্স, রবি বোপারা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন সৈকত, মিজানুর রহমান, শফিউল হায়াত হৃদয়, সোহাগ গাজী, জুবায়ের হোসেন লিখন ও একেএস স্বাধীন।

দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায়, খুলনা টাইগার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচ খেলে চার জয় খুলনার। পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে তারা। অন্যদিকে ৯ ম্যাচের ৬টিতে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। যারা প্রথম দল হিসেবে এবারের আসরে নিজেদের প্লে-অফটাও নিশ্চিত করেছে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন প্লেঅফ | উঠার | ম্যাচে | সিলেটকে | ব্যাটিংয়ে | পাঠালো | চট্টগ্রাম