আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কুড়িগ্রামে মাদকবিরোধী পৃথক অভিযানে ২১ কেজি গাঁজা ও ৭৩ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাদের কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন। তিনি জানান, সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মারহাট থেকে নাগেশ্বরী থানার ধনী গাগলা (বানিয়াটারী) গ্রামের মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (২৮), হাফিজুর রহমান (৩৫) এবং উলিপুর থানার খামার দামারহাটের মাসুদ মিয়া (২২) দেরকে একটি অটোরিক্সা তল্লাশী করে ২১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটো ইজিবাইক জব্দ করা হয়। অপর দিকে ফুলবাড়ী থানার পুলিশ সোমবার গভীর রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালকু শিমুলবাড়ী (মিয়া পাড়া) এলাকায় নাওডাঙ্গা বাজার হতে মিয়াপাড়া বাজার গামী পাকা রাস্তার উপর থেকে কৃষ্ণানন্দবকসি গ্রামের মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ভুট্টু (৩৫) কে অটো ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৭৩ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটো ইজিবাইক জব্দ করা হয়। মোঃ রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।    

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামে | চার | মাদক | ব্যবসায়ী | গ্রেপ্তার