আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে বড় পরাজয় টাইগারদের

পাকিস্তানের বিপক্ষে বড় পরাজয় টাইগারদের
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় পরাজয় বরণ করলো বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেই চাপ সামলে সাকিব-মুশফিকের শতরানের জুটিতে চ্যালেঞ্জিং সংগ্রহের আশা জাগিয়েছিল। তবে এ দুজনের ফিফটির পর বিদায়ের পর লোয়ার অর্ডারের ব্যর্থতায় মাত্র ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। পাকিস্তানের রান তাড়ায় শুরুতেই আগ্রাসী বোলিং করেন তাসকিন-শরিফুলরা। কিন্তু সেই বোলিংয়েও স্বাগতিকদের সেভাবে বিপদে ফেলতে পারেনি। আঁটসাঁট বোলিংয়ে পাক ব্যাটারদের কিছুটা চাপে রাখলেও ওপেনার ইমাম-উল হকের ৭৮ ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৬৩ রানের ইনিংসে ৩৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাবরের দল। বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় বেশ সাবধানী শুরু করে স্বাগতিকরা। ফলে বাংলাদেশি পেসাররা নতুন বলের সুবিধা কাজে লাগাতে পারেননি।   ৩৯.৩ ওভার খেলে পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | বিপক্ষে | বড় | পরাজয় | টাইগারদের