আর্কাইভ থেকে বাংলাদেশ

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া বীর মুক্তিযোদ্ধাকে দাফন, তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া বীর মুক্তিযোদ্ধাকে দাফন, তদন্তের নির্দেশ হাইকোর্টের

কিশোরগঞ্জের বাজিতপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া আবদুল মোতালেব শিকদার নামে এক বীর মুক্তিযোদ্ধাকে দাফনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) চেয়ারম্যান ঘটনাটি তদন্ত করবেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার কাজী মাইনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

গেলো ২৯ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করা হয়। পরে এ ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মরহুমের ছেলে রানা শিকদারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন।

এ বিষয়ে বাজিতপুরের ইউএনও মোরশেদা খাতুন বলেন, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে গার্ড অব অনার না দেয়ার কারণ নেই। সর্বশেষ যাচাই-বাছাইয়ের পর সমন্বিত মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম নেই। গেজেটও হয়নি। কয়েক মাস ধরে তার ভাতাও বন্ধ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রাষ্ট্রীয় | মর্যাদা | ছাড়া | বীর | মুক্তিযোদ্ধাকে | দাফন | তদন্তের | নির্দেশ | হাইকোর্টের