নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের পক্ষে বিদেশি বিশিষ্ট নাগরিকদের বিবৃতির দেশের বিচারব্যবস্থার ওপর বিদেশিদের সরাসরি হস্তক্ষেপ। টাকার বিনিময়ে ইউনূসের পক্ষে এসব বিবৃতি কেনা হচ্ছে। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ায় সদর উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘একটি স্বাধীন রাষ্ট্রে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা বিচারাধীন আছে, অন্য কোনো দেশের নাগরিক বা কর্মকর্তা সেই বিচার নিয়ে কোনো কথা বলতে পারেন না। এটা সরাসরি বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছু না। যেসব ব্যক্তি এসব বিবৃতি দিয়েছেন, তারা এই বিচার সম্পর্কে কিছুই জানেন না। তাই আমাদের দেশে জনগণ মনে করে এসব বিবৃতি অর্থ দিয়ে কেনা হচ্ছে।’
তিনি বলেন, ‘ড. ইউনূসের নামে যে মামলা হয়েছে, সেটা তারই অধীনে কাজ করা লোকজন তাদের ন্যায্য পাওয়া বুঝে পাওয়ার জন্য শ্রম আদালতে করেছেন। সেই মামলার বিচারকাজ চলছে। এটা না বুঝে যারা সরকারকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে, এতে স্পষ্ট বোঝা যায়, সরকারকে চাপে ফেলে এই বিচারকাজ বন্ধ করার উদ্দেশ্যে টাকার বিনিময়ে বিবৃতি কেনা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মির্জা ফখরুলরা সবসময় বলেন- সরকারের সাথে জনগণ নেই, দেশের জনগণ সব তাদের সাথে আছে। তাহলে এতদিন তারা সরকারবিরোধী আন্দোলন করে সফলতা পায়নি কেন? এখন আন্দোলনে ব্যর্থ হয়ে তারা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তবে কোনো বিদেশি প্রভুরা এই দেশের ক্ষমতা পরিবর্তন করতে পারবে না। এই দেশের ক্ষমতার উৎস জনগণ, তারা চাইলেই ক্ষমতার পরিবর্তন হবে।’