আর্কাইভ থেকে এশিয়া

জি২০ সম্মেলনের প্রথম দিনে যা থাকছে

জি২০ সম্মেলনের প্রথম দিনে যা থাকছে
ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের আসর বসেছে আজ। শনিবার (৯ সেপ্টেম্বর) প্রথম দিনে দু'টি সেশন হবে। এর মধ্যেই হবে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নৈশভোজ। জানুন আজকের সূচির যাবতীয় খুঁটিনাটি। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ভারত মণ্ডপমে বিদেশি রাষ্ট্রনেতারা আসতে শুরু করেন। সকাল সাড় ৯টা থেকে সাড়ে ১০টা ভারত মণ্ডপমে বিভিন্ন দেশের নেতা এবং প্রতিনিধি দলের প্রধানরা এসে পৌঁছে যান। তারপরে ‘ট্রি অফ লাইফ’ ফোয়ারার সামনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি ছবি তুলবেন সবাই। এরপর বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানরা ভারত মণ্ডপমের লেভেল ২-এ লিডারস লাউঞ্জে একত্রিত হবেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভারত মণ্ডপমেই অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রথম সেশন - ‘ওয়ান আর্থ’। দুপুর দেড়টার সময় রাষ্ট্রনেতা এবং প্রতিনিধি দলের সদস্যরা মধ্যাহ্নভোজন করবেন সম্মেলন স্থলে। মধ্যাহ্নভোজনের পর থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভারত মণ্ডপমেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দ্বিপাক্ষিক বৈঠক হবে। বিকাল সাড়ে ৩টার সময় জি২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সেশন শুরু হবে। এই সেশনের নাম হবে ‘ওয়ান ফ্যামিলি’ বা ‘এক পরিবার’। এই সেশনের পর আজকের মতো বৈঠক শেষ হবে। এরপর রাষ্ট্রনেতারা নিজেদের হোটেলে যাবেন। আজ সন্ধ্যায় ভারত মণ্ডপমেই অনুষ্ঠিত হবে রাষ্ট্রনেতাদের নৈশভোজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে এই নৈশভোজের আয়োজন করা হচ্ছে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে রাষ্ট্রনেতা এবং আমন্ত্রিতরা এই নৈশভোজে অংশ নিতে সম্মেলন স্থলে পৌঁছবেন। জি২০ সম্মেলনে এবার সঙ্গীত পরিবেশন করবেন ৭৮ শিল্পী। এদের মধ্যে ৩৪ জন পরিবেশন করবেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, ১৮ জন পরিবেশন করবেন কর্ণাটকী সঙ্গীত। অন্যদিকে ৪০ জন শিল্পী রয়েছেন যন্ত্রসঙ্গীতের দায়িত্বে। দেশের নানা প্রান্ত থেকে গানের সম্ভার নিয়ে উপস্থিত থাকবেন তারা। নৈশভোজের সময় তিনঘণ্টা ধরে পরিবেশিত হবে ভারতের বিভিন্ন ধারার সঙ্গীত। হিন্দুস্তানি সঙ্গীত থেকে কর্ণাটকী, ক্লাসিকাল সঙ্গীত পরিবেশন করা হবে। এছাড়াও অনুষ্ঠানে থাকবে বিভিন্ন ধরনের যন্ত্রসঙ্গীত। আজকের নৈশভোজের মেনুতে কী কী থাকবে? টসড ইন্ডিয়ান গ্রিন স্যালাড, পাস্তা ও গ্রিলড ভেজিটেবল স্যালাড, চিকপি নুডলস, স্যুপ হিসাবে থাকছে রোস্টেড আমন্ড অ্যান্ড ভেজিটেবল ব্রথ, উত্তরপ্রদেশের বিখ্য়াত পনীর লবাবদার, পটাটো লেয়নিজ, অন্ধ্রপ্রদেশের সবজি কোর্মা, কাজু মটর মাখানা, রাতাতৌলি, পেনে (পাস্তা) ইন আরাবিয়াতা সস, ডাল তড়কা, পঞ্জাবের পেঁয়াজ জিরা কি পোলাও, তন্দুরি রুটি, বাটার নান আর কুলচা, তেঁতুলের চাটনি আর খেঁজুরের চাটনি, দুই, মিক্সড আচার, কুট্টু মালপোয়া, কেশর পেস্তা রসমালাই, স্ট্রবেরি এবং ব্ল্যাক কারেন্ট আইসক্রিম।

এ সম্পর্কিত আরও পড়ুন জি২০ | সম্মেলনের | প্রথম | দিনে | থাকছে