আর্কাইভ থেকে এশিয়া

জি২০ সম্মেলনে ফার্স্ট লেডিদের যা যা উপহার দেয়া হবে

জি২০ সম্মেলনে ফার্স্ট লেডিদের যা যা উপহার দেয়া হবে
আজ শনিবার ভারতের রাজধানী দিল্লির ভারত মণ্ডপমে জি২০ সম্মেলনের আসর বসেছে। রোববারও এই সম্মেলন চলবে। আজ সন্ধ্যায় ভারত মণ্ডপমেই অনুষ্ঠিত হবে রাষ্ট্রনেতাদের নৈশভোজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে এই নৈশভোজের আয়োজন করা হচ্ছে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে রাষ্ট্রনেতা এবং আমন্ত্রিতরা এই নৈশভোজে অংশ নিতে সম্মেলন স্থলে পৌঁছবেন। জি২০ সম্মেলনে বিশেষ উপহার দেওয়া হবে রাষ্ট্রপ্রধানদের স্ত্রী অর্থাৎ নিমন্ত্রিত দেশের ফার্স্ট লেডিদের। এই উপহারের তালিকায় রয়েছে দেশের নানা প্রান্ত থেকে সংগৃহীত তিন বিশেষ রকমের শিল্পকর্ম। এই শিল্পকর্মই তুলে দেয়া সব তাদের হাতে। বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের এই দিন দেয়া হবে তেলেঙ্গানার একটি চেরিয়াল স্ক্রোল পেন্টিং। এর সঙ্গে থাকবে একটি হাতে বোনা তসর সিল্কের স্টোল ও ছত্তিশগড়ের শিল্পীদের তৈরি বেল মেটালের নারীমূর্তি। সঙ্গীত পরিবেশন করবেন ৭৮ শিল্পী জি২০ সম্মেলনে এবার সঙ্গীত পরিবেশন করবেন ৭৮ শিল্পী। এঁদের মধ্যে ৩৪ জন পরিবেশন করবেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, ১৮ জন পরিবেশন করবেন কর্ণাটকী সঙ্গীত। অন্যদিকে ৪০ জন শিল্পী রয়েছেন যন্ত্রসঙ্গীতের দায়িত্বে। দেশের নানা প্রান্ত থেকে গানের সম্ভার নিয়ে উটস্থিত থাকবেন তাঁরা। নৈশভোজের সময় তিনঘণ্টা ধরে পরিবেশিত হবে ভারতের বিভিন্ন ধারার সঙ্গীত। হিন্দুস্তানি সঙ্গীত থেকে কর্ণাটকী, ক্লাসিকাল সঙ্গীত পরিবেশন করা হবে। এছাড়াও অনুষ্ঠানে থাকবে বিভিন্ন ধরনের যন্ত্রসঙ্গীত।

এ সম্পর্কিত আরও পড়ুন জি২০ | সম্মেলনে | ফার্স্ট | লেডিদের | উপহার | দেয়া | হবে