আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নতুন মুখ তিনজন। পেসার এবাদত হোসেন, স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার মাহমুদুল হাসান জয়।
১৭ ফেব্রুয়ারি শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। এরপরই শুরু হবে ঘরের মাঠে আরেক সিরিজ। এরই মধ্যে গত ১২ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশে পা রাখে আফগানিস্তান ক্রিকেট দল। একদিনের কোয়ারেন্টিনও পালন করে তারা। তা শেষে আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে সফরকারীরা।
সেখান থেকে সরাসরি চট্টগ্রামে চলে যাবে আফগানিস্তান ক্রিকেট দল। সেখানে ২৩ ফেব্রুয়ারি ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই হবে বন্দরনগরীতে। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।
বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, ইয়াছির আলী, তাসকিন আহমেদ, মাহমুদুল হাসান জয়।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পুরোটাই হবে ঢাকায়। আগামী ৩ ও ৫ মার্চ টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা। এই দুই ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে সফরকারীরা। কিন্তু স্বাগতিকরা শুধু ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে।
হাসিব মোহাম্মদ