আর্কাইভ থেকে বলিউড

নতুন ৮টি গান নিয়ে হাজির হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

নতুন ৮টি গান নিয়ে হাজির হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আটটি নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন। যার মধ্যে ৬টি গানের রেকর্ড আগেই করা হয়েছে। স্পেন থেকে ফিরে বাকি দুটি গান রেকর্ড করবেন তিনি। মমতার গাওয়া গানগুলো নিয়ে কাজ করছেন অভিনেতা-গায়ক ইন্দ্রনীল সেন। তিনি জানান, একদিন চন্দননগর যাওয়ার সময় আচমকাই তার কাছে মমতা ব্যানার্জির ফোন আসে। গাড়ি থেকে সবাইকে নামিয়ে দিয়ে গাড়িতে বসেই গান রেকর্ড করেন তিনি। তারপর তা পাঠিয়ে দেন স্টুডিওতে। সম্প্রতি টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জনপ্রিয় দুটি ধারাবাহিক ‘গুড্ডি’ ও ‘জগদ্ধাত্রী’-তে গান লেখা ও সুর দেওয়ার জন্য এই স্বীকৃতি পান তিনি। যদিও এ পুরস্কার শুরুতে নিতে চাননি মমতা। গানের পাশাপাশি কবিতা লেখা ও ছবিও আঁকেন মমতা। এসব কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার ট্রলের শিকারও হয়েছেন এই দেশপ্রধান। তবে সেসব সমালোচনায় কান না দিয়ে কাজ করে সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রসঙ্গত, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মুক্তি পাবে মমতার ব্যানার্জির গানগুলো। মহালয়ার দিনই প্রকাশিত হবে এসব গান। এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | ৮টি | গান | নিয়ে | হাজির | হচ্ছেন | পশ্চিমবঙ্গের | মুখ্যমন্ত্রী