আর্কাইভ থেকে ইউরোপ

আয়ারল্যান্ডে বসন্তের বার্তা নিয়ে এসেছে ড্যাফোডিল

আয়ারল্যান্ডে বসন্তের বার্তা নিয়ে এসেছে ড্যাফোডিল

শীতপ্রধান হওয়ায় কিছুটা দেরিতে ঋতুরাজ বসন্ত আসে আয়ারল্যান্ডে। তবে আগমনী বার্তা জানাতে ভুল করে না ড্যাফোডিল। আয়ারল্যান্ডের পথে প্রান্তরে এখন সদ্য ফোটা হলুদ ফুলের সমারোহ।

আইরিশ গণমাধ্যমগুলো বলছে, আয়ারল্যান্ডে সবার আগে ফুটে বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে ড্যাফোডিল। পাতাঝরা শুকনো ডালে এখন নতুন পাতার আগমন। কিছু কিছু ডালে শোভা পাচ্ছে সাদা, হলুদ, কমলাসহ বর্ণিল বনফুল। ৬০টির মধ্যে হলুদ প্রজাতির ড্যাফোডিলের কদর সবচেয়ে বেশি।

বসন্তের শুরুতে ছয় পাপড়ির ড্যাফোডিলের নয়নাভিরাম সাজে প্রকৃতি যেন হলুদ বসন্তে হেসে উঠেছে। শীতের তীব্রতা কমায় ঘুমন্ত ড্যাফোডিল জেগে উঠে ঋতুরাজের জানান দিচ্ছে। প্রকৃতির সবুজ, হলুদের মাখামাখিতে একটু হলেও করোনা আতঙ্ক ভুলে থাকতে চায় ফুলপ্রেমী পথচারীরা।

এদিকে, প্রকৃতিতে এখন পরিবর্তনের খেলা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা কমছে আয়ারল্যান্ডে। মহামারির তাণ্ডবের মধ্যে সদ্য ফোটা ড্যাফোডিলের মোহনীয় রূপ সামান্য হলেও বাড়তি প্রশান্তির খোরাক জোগাবে মানুষের মনে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন আয়ারল্যান্ডে | বসন্তের | বার্তা | নিয়ে | এসেছে | ড্যাফোডিল