দেশজুড়ে

বগুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ জানাজায় মানুষের ঢল নামে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে ঢাকার  সঙ্গে মিল রেখে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় হাজারো  মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, আলেম-ওলামা এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন ছিলেন। সমাজ ও রাষ্ট্রের নানা অনিয়মের বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন। তার আদর্শ ও সংগ্রামী ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করবে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া