আর্কাইভ থেকে বিএনপি

দেশে হাসপাতাল নেই, চিকিৎসা পাচ্ছে না মানুষ: ফখরুল

দেশে হাসপাতাল নেই, চিকিৎসা পাচ্ছে না মানুষ: ফখরুল
ফ্রান্সের প্রেসিডেন্টকে নাচ-গান দিয়ে স্বাগত জানিয়েছে সরকার। কমিশনের জন্য ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কিনতে চায়। আবার স্যাটেলাইট-২ উক্ষেপণ করতে চায়। অথচ দেশে হাসপাতাল নেই, মানুষ চিকিৎসা পাচ্ছে না। ডেঙ্গুর চাইতে ভয়াবহ বর্তমান সরকার। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কমিশনের জন্যই সরকার ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কিনতে চায়। জনগণের টাকা চুরি করতে ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশে এনে এয়ারবাস কেনার চুক্তি করেছে সরকার। বিএনপির এ নেতা বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না। কিন্তু সব ক্ষেত্রে চুরি করতে পারে। ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | হাসপাতাল | নেই | চিকিৎসা | পাচ্ছে | মানুষ | ফখরুল