আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুটবল প্রতিযোগিতায় হাঁসফাঁস করছে প্রতিযোগিরা

ফুটবল প্রতিযোগিতায় হাঁসফাঁস করছে প্রতিযোগিরা
ঢাকার ধামরাইয়ে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩২টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন কুশুরা আবাস আলী উচ্চ বিদ্যালয় ও বান্নল লাখো হাজী উচ্চ বিদ্যালয়। ০১ গোলে কুশুরা আবাস আলী উচ্চ বিদ্যালয় বান্নল লাখো হাজী উচ্চ বিদ্যালয়কে পারাজিত করে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর রৌদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ায় উভয় পক্ষের খেলোয়াড়দের মাঠের মধ্যে হাঁসফাঁস করতে দেখা যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফী বায়ান্ন টেলিভিশনকে বলেন, মাননীয় সংসদ সদস্যের উপস্থিতি যাতে থাকতে পারেন সে কারণেই মূলত বিকালের খেলা সকালে করা হয়েছে। এ ব্যাপারে সংসদ সদস্য বেনজীর আহমেদকে মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ সময় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী'র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন ও পৌর মেয়র গোলাম কবীর  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তাদের উপস্থিতি দেখা যায়নি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যানকে একাধিক বার মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস প্রমূখ।

এ সম্পর্কিত আরও পড়ুন ফুটবল | প্রতিযোগিতায় | হাঁসফাঁস | করছে | প্রতিযোগিরা