উয়েফা ইউরোপা লিগের নকআউট পর্বে কঠিন পরীক্ষায় বার্সেলোনার সামনে। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলিকে। প্লে-অফের ম্যাচগুলো হবে দুই লেগে। যার প্রথমটি হবে আজ (বৃহস্পতিবার) ১৭ ফেব্রুয়ারি। ম্যাচটি শুরু হবে রাত ১১টা ৪৫ মিনিটে। আর ফিরতি ম্যাচ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি।
গত বুধবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে ছিটকে যায় বার্সেলোনা। এর আগে সবশেষ ২০০০-২০০১ আসরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। এসি মিলান ও লিডস ইউনাইটেডের পেছনে থেকে তৃতীয় হয়ে উয়েফা কাপে (এখনকার ইউরোপা লিগ) নেমে গিয়েছিলো কাতালান ক্লাবটি।
আর ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে তারা সবশেষ খেলেছে ২০০৩-২০০৪ আসরে। ওই আসরে চতুর্থ রাউন্ডে সেল্টিকের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিলো বার্সেলোনা।
ইউরোপ সেরার মঞ্চে ২০১৯ সাল থেকে চারটি ম্যাচ খেলেছে বার্সেলোনা ও নাপোলি। স্প্যানিশ দলটি জিতেছে দুটি ম্যাচ। ইতলিয়ান সিরি আ’র দলটি জিতেছে একটি ম্যাচ ও অন্যটি হয়েছে ড্র। প্লে-অফের ৮টি ম্যাচের বিজয়ীরা শেষ ষোলোতে যোগ দিবে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন ৮টি দলের সঙ্গে।
লা লিগায় ১৬ ম্যাচে ৬টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বার্সেলোনা। সেরি আতে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চারে আছে নাপোলি।
হাসিব মোহাম্মদ