আর্কাইভ থেকে ফুটবল

শেষ সময়ের গোলে পেরুর বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়

শেষ সময়ের গোলে পেরুর বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়
খেলা শুরু থেকে যথারীতি বল দখল আর আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল ব্রাজিল। তবে হচ্ছিল না গোল। দুই বার জালের দেখা পেলেও তা বাতিল হয় অফসাইডে।  শেষ পর্যন্ত খেলার শেষ মিনিটে নেইমারের অ্যাসিস্টে মারকিউনোসের গোলে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজ বুধবার বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে পেরুর রাজধানী লিমায় মুখোমুখি হয় দল দুটি। ১৭ মিনিটে রাফিনিয়া ফিরতি বলে নেওয়া শটে পেরুর জালে বল পাঠালেও গোল হয়নি। অফসাইডে বাতিল হয়ে যায়। ২৯ মিনিটে ব্রুনো গিমারেজের ক্রস থেকে হেডে গোল করেছিলেন ব্রাজিল স্ট্রাইকার রিচার্লিসন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রায় পাঁচ মিনিট ধরে গোলটি পরীক্ষা-নিরীক্ষার পর অফসাইডে বাতিল করে গোলটি। দ্বিতীয়ার্ধেও ৮৯ মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখতে পেরেছিল পেরু। তবে ৯০ তম মিনিটে আর সম্ভব হয়নি স্বাগতিকদের। নেইমারের নেয়া কর্নার হেডে জালে পাঠিয়ে দেন পিএসজি ডিফেন্ডার মারকিউনোস। আর এই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।

এ সম্পর্কিত আরও পড়ুন শেষ | সময়ের | গোলে | পেরুর | বিপক্ষে | ব্রাজিলের | কষ্টার্জিত | জয়