ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বায়ুদূষণ কমাতে ছুটির দিনেরও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি ছিটানোর কাজ করে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত ডিএনসিসির স্প্রে ক্যানন।
স্প্রে ক্যানন প্রচণ্ড হাওয়া তৈরি করে পানির রিং এর ভেতর দিয়ে পরিচালনা করে। প্রবল বাতাসের ধাক্কায় পানি ছোট ছোট কণার মতো করে অনেক উঁচু এবং দূর পর্যন্ত ছড়িয়ে যায়। বাতাসের সঙ্গে উড়তে থাকা ধুলোবালি কণার সাথে নিচে নেমে আসে। মুহূর্তেই থেমে যায় আশেপাশের কয়েক মিটার এলাকার ধুলোবালির দৌরাত্ম।
অনেকটা ইলশেগুঁড়ি বৃষ্টির মতো হয়ে নেমে আসে বলেই পানি ছিটানোর অল্প সময়েই চারপাশ স্নিগ্ধ হয়ে যায়। পরিস্কার হয়ে যায় চারপাশের গাছপালাও।
সপ্তাহে সাত দিন সকাল ৯টা থেকে পানি স্প্রে করা শুরু করে।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দুইটি স্প্রে ক্যানন গাড়ি জার্মান থেকে আমদানি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্প্রে ক্যানন গাড়ি জার্মান থেকে আমদানির মুখ্য উদ্দেশ্য ছিলো বায়ুদূষণ কমানো।প্রতিটি গাড়িতে ১৫ হাজার লিটার পানি ধরে পাশাপাশি একটানা ৫ ঘণ্টা ব্যাপী স্প্রে করতে পারে। এছাড়া রাস্তা ভেজানোর জন্যও রয়েছে স্প্রিং লেয়ার সিস্টেম।
উত্তর সিটি করপোরেশন অঞ্চলকে দুইটি অংশে ভাগ করে ক্যানন-১, বনানী নেভি গেইট হতে স্প্রের কাজ শুরু করে। এয়ারপোর্ট, উত্তরা হাউস বিল্ডিং হয়ে পুনরায় বনানী কবরস্থান এলাকায় এসে কাজ শেষ করে।
অন্যদিকে ক্যানন-২, মিরপুর রোড/মাজার রোড সিগন্যাল থেকে স্প্রের কাজ শুরু করে। পরবর্তীতে গণভবন এলাকায়, মানিক মিয়া এভিনিউ, বিজয়নগর স্মরণি, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, ফার্মগেট, কাওরানবাজার হয়ে পুনরায় গাবতলী এসে ওই দিনের কাজ শেষ করে।