যতোটা পরিচিত ক্রিকেটার হিসেবে ততোটা তাকে সবাই চেনে 'ফিক্সার' হিসেবে। টাকার লোভে নিজেকে বিক্রি করে দিয়ে ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন অনেক আগেই। অথচ তিনি কিনা কটাক্ষ করেন অন্য দলকে। তিনি পাকিস্তান দলের ওপেনিং ব্যাটার সালমান বাট।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যর্থ স্বদেশী অধিনায়ক বাবর আজমকে সমালোচনার মুখ থেকে বাঁচাতে তিনি বাংলাদেশকে টেনে বলেন, 'ধোনি কিংবা রিকি পন্টিংকে অধিনায়ক করলেও বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাবে না।'
নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সালমান জানান, 'আমি মনে করি না বাবর ব্যর্থ অধিনায়ক। সে পাকিস্তানেরও অধিনায়ক। আপনি যদি ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন, তাহলে তো তারা আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে না। আপনার যদি পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। '
চলতি পিএসএলে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ফেললেও জয়ের দেখা পায়নি বাবর আজমের দল করাচি কিংস। এতে অনেকেই দায়ী করছেন বাবরকে। কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, তার জাতীয় দলের অধিনায়কত্বও কেড়ে নেয়া উচিত। এমতবস্থায় বাবরের পাশে দাঁড়িয়েছেন সালমান বাট। তার মতে, দলের ব্যর্থতার জন্য অধিনায়ককে দায়ী করা উচিত নয়।
হাসিব মোহাম্মদ