গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়না বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭২ জনে।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮৩ জন বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালগুলোতে ১ হাজার ২৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া ময়না বেগম বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তিনি মৃত্যুবরণ করেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৮৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৫৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩৭ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৬১ জন, পটুয়াখালীতে ৪৮ জন, ভোলায় ৪৪ জন, পিরোজপুরে ৬২, বরগুনায় ৭৩ ও ঝালকাঠিতে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৯ হাজার ১৭৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১৯ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৭২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৭ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, বরগুনায় ৫ জন, পটুয়াখালীতে ২ জন, পিরোজপুরে ৬ জন এবং ভোলায় হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে ঝালকাঠি হাসপাতালে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।