আর্কাইভ থেকে আওয়ামী লীগ

দেশ বদলে গেছে, মানুষ এখন কুঁড়েঘরে থাকে না : তথ্যমন্ত্রী

দেশ বদলে গেছে, মানুষ এখন কুঁড়েঘরে থাকে না : তথ্যমন্ত্রী

বাংলাদেশের মানুষ এখন আর কুঁড়েঘরে থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় ও দুস্থ মানুষের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করেছেন। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ লাইনস মাঠে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার ঘর দিচ্ছে, খাদ্য দিচ্ছে, বাসস্থান দিচ্ছে। ঘরে বসে থেকে নয়, উন্নয়নের কথা বলে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার আবার ক্ষমতায় আনতে প্রত্যেক ভোটারকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। ঘরে বসে স্লোগান নয়, নেতাকর্মী বা সমর্থক হিসেবে দলের প্রচারে বাইরে বিচরণ করতে হবে।

তিনি আরও বলেন, একসময় হারিকেন আর কুপি বাতি জ্বালিয়ে পড়ালেখা করত দেশের মানুষ। আর এখন আলোকিত পরিবেশে পড়ালেখা করে। এটাই দেশের পরিবর্তন। এভাবেই দেশের সার্বিক বিষয়ে পরিবর্তন এসেছে।

সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পনিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকসহ কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন দেশ | বদলে | গেছে | মানুষ | এখন | কুঁড়েঘরে | থাকে | | তথ্যমন্ত্রী