আর্কাইভ থেকে ক্রিকেট

১০ উইকেটের জয় নিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

১০ উইকেটের জয় নিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত
প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজে বোলিং তোপে মাত্র ৫০ রান অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে কোন উইকেট না হারিয়ে ৬.১ ওভারে জয় তুলে নিলো ভারত। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।  তবে টসের পরই বৃষ্টি হানা দিলে ৪০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। এরপর ম্যাচ মাঠে গড়ালে প্রথম ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। জাসপ্রিত বুমরাহর বলে এজড হয়ে লোকেশ রাহুলের তালুবন্ধি হয়ে ফিরে যান কুশল পেরেরা। এরপর স্বাগতিক শ্রীলঙ্কাকে গুড়িয়ে দেন পেসার মোহাম্মদ সিরাজ। তিনি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ ওভারে তুলে নেন চার উইকেট।  প্রথম বলে পাথুম নিশাঙ্কার (২) আউটের পর ওভারের তৃতীয়, চতুর্থ ও শেষ বলে একে একে  সাদিরা সামারাবিক্রমা (০),  চারিথ আসালাঙ্কা (০) ও ধনাঞ্জয়া ডি সিলভাকে (৪) ফিরিয়ে দেন তিনি। পরে আরও দুই উইকেট দখলে নেন ২৯ ওয়ানডেতে ক্যারিয়ারে সেরা বোলিং করা ডানহাতি এই পেসার।  দাশুন শানাকা (০) ও কুশল মেন্ডিসকে (১৭) বোল্ড করে দেন তিনি।  ২১ রানে ক্যারিয়ারে সেরা ৬ উইকেট তুলে নেন। বাকি উইকেট তিনটি নেন হার্ডিক পান্ডিয়া। জবাবে খেলতে নেমে শুবমান গিল ও ঈশান কিষানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে ৬.১ ওভারের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।  ১৮ বলে ২৩ রান করেন ঈশান আর গিল করেন ১৯ বলে ২৭ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন ১০ | উইকেটের | জয় | নিয়ে | এশিয়ার | চ্যাম্পিয়ন | ভারত