আর্কাইভ থেকে আন্তর্জাতিক

শনিবার থেকে লকডাউনে যাচ্ছে ইরান

শনিবার থেকে লকডাউনে যাচ্ছে ইরান

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আগামীকাল শনিবার থেকে শতাধিক শহরে লকডাউন বাস্তবায়ন করতে যাচ্ছে ইরান।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ এ তথ্য জানিয়েছেন। খবর ইরানের বার্তা সংস্থা পার্স টুডে। 

রেড জোনের শহরগুলো থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হতে পারবে না। নিয়ম ভাঙলেই জরিমানা গুনতে হবে। এ সকল এলাকায় খাদ্য সামগ্রী ও জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিংমল ও বাজার বন্ধ থাকবে।

বিশেষ কিছু দপ্তর ছাড়া বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি থাকলেও রাত ৯টা থেকে ভোর চারটা পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি বের হতে পারবে না।

জরুরি সেবার সঙ্গে যুক্ত গাড়িগুলো কেবল এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এ অবস্থা চলবে টানা দুই সপ্তাহ। এরপর আবারও তা বাড়ানো হতে পারে।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় ইরানে ১৩ হাজার ২৬০ জন আক্রান্তের সঙ্গে মৃত্যুবরণ করেছেন ৪৭৯ জন। ইরানে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৩ হাজার ৮৯৬ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপর গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন শনিবার | লকডাউনে | যাচ্ছে | ইরান