আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউনিসের তাণ্ডবের মধ্যে হিথ্রোতে নামাল বিমান!

ইউনিসের তাণ্ডবের মধ্যে হিথ্রোতে নামাল বিমান!

ঘূর্ণিঝড় ইউনিসের দাপটে বিধ্বস্ত ব্রিটেনসহ গোটা ইউরোপ। বাতিল করা হয়েছে কয়েকশ ফ্লাইট। এ পরিস্থতিতে দুটি বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। সূত্র :খবর আনন্দবাজার পত্রিকা।

এয়ার ইন্ডিয়ার দুই পাইলট শুক্রবার বিকালে দক্ষতার সঙ্গে দুটি বোয়িং ড্রিমলাইনার বিমানকে অবতরণ করিয়েছেন। তারা হলেন— ক্যাপ্টেন অঞ্চিত ভরদ্বাজ ও আদিত্য রাও।ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় ইউনিসের দাপটে একের পর এক বাড়ির ছাদ উড়ে গেছে। ভেঙেছে গাড়ি, উপড়ে গেছে গাছ। বিধ্বস্ত পরিবহণব্যবস্থাও।

এ অবস্থায় যেভাবে দক্ষতার সঙ্গে বিমান দুটি নিরাপদে অবতরণ করিয়েছেন এয়ার ইন্ডিয়ার দুই বিমানচালক, তাকে ‘অবভাবনীয়’ বলে মন্তব্য করেছে বিমান সংস্থাটি।সংস্থার এক কর্মকর্তার বলেন, যখন অন্য বিমান সংস্থা পারেনি, তখন আমাদের পাইলটরা দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করিয়েছেন। তাও একবারে সরাসরি।

খারাপ পরিস্থিতির জন্য যখন অন্য বিমানকে ‘গো অ্যারাউন্ড’ (পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দরের ওপরে চক্কর খাওয়া) করতে বলা হচ্ছিল।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ইউনিসের | তাণ্ডবের | মধ্যে | হিথ্রোতে | নামাল | বিমান