আর্কাইভ থেকে দুর্ঘটনা

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু, আহত ১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় বুধবার বিকেলে শামসুল হকের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো- মহসিন নামের আরও এক জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকরা হলেন- কুড়িগ্রামের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার মৃত আব্দুর রসিদ মিয়ার ছেলে শাহীন(২৬) অপরজন হলেন একই জেলার রাজারহাটের নাজিম খাঁ এলাকার মাহবুব হাসান(২৪)। এলাকাবাসীর সূত্রে জানা যায়, সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য শাহীন ও মাহবুব সেপটিক ট্যাংকের ভিতরে নামেন। সেফটি ট্যাংকের ভিতরে গ্যাস জমে থাকায় গ্যাসের বিষক্রিয়ায় ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক শাহিন ও মাহবুব সেফটি ট্যাংকের ভিতরেই দম বন্ধ হয়ে মারা যান। এ সময় তাদের উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে মহসিন নামে আরও একজন নির্মাণ শ্রমিক আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেপটিক ট্যাংকির ভিতর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত দুজনের লাশ উদ্ধার করে। এসময় নিহতের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে আশেপাশে পরিবেশ। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নিহতদের লাশ শনাক্ত করা হয়েছে। নিহতদের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সেপটিক | ট্যাংক | পরিষ্কার | করতে | নেমে | দুই | শ্রমিকের | মৃত্যু | আহত | ১