আর্কাইভ থেকে বাংলাদেশ

শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী

করোনার কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি।আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন,কঠোরভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। 
দীপু মনি বলেন,নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা আরও দক্ষ হয়ে উঠবে। তবে একবারেই যে পুরোপুরি লক্ষ্যে পৌঁছে যাব তা নয়। আমরা চেষ্টা করব সবচেয়ে ভালো শিক্ষাক্রম যেন প্রণয়ন করতে পারি।

পরীক্ষামূলক এই পাঠদানে কোনো সমস্যা হলে তা জানাতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামানের সঞ্চালনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও বক্তব্য দেন।

কোভিডের নতুন ধরন ওমিক্রনের উদ্বেগের মধ্যে গেলো ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। সংক্রমণ কমায় এক মাস পর মঙ্গলবার আবার শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা।

৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে নতুন জাতীয় শিক্ষাক্রমের পরীক্ষামূলক পাঠদান শুরু হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

 

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষা | প্রতিষ্ঠান | আবার | বন্ধ | করতে | চাই | শিক্ষামন্ত্রী