অবশেষে ভেঙেই যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসার। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এবার সেই ডিভোর্স লেটার গ্রহণ করেছেন রাজের ভাই পরিচয় দেয়া এক ব্যক্তি। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন রাজ-পরীর বিয়ের কাজী আবু সাইদ।
তিনি বলেন, ‘শুনেছি রাজ খবরটি জানতেন না। আজ বেলা ১১টার দিকে রাজের ভাইয়ের পরিচয়ে একজন আমার অফিসে এসেছিলেন। তিনি কাবিননামার কপি ও ডিভোর্সসংক্রান্ত কাগজ পত্র নিয়ে গেছেন।’
রাজ-পরীর বিয়ের কাজী আরও বলেন, ‘১৬ সেপ্টেম্বর আমাদের সঙ্গে পরীর পক্ষের লোকজন যোগাযোগ করেন। লেটারে উল্লিখিত সাক্ষীদের উপস্থিতিতে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর পরীমনির আইনজীবীর গুলশান অফিসে ডিভোর্স হয়েছে। সেখান আমার সহকারী আলী আশরাফ উপস্থিত ছিলেন। পরের দিন ১৮ সেপ্টেম্বর উত্তর বাড্ডার আলীর মোড়ের, সাতারকুল রোডের আমার অফিস থেকে ডিভোর্স লেটার রেজিস্ট্রি করা হয়। এরপর ওই দিনই দুপুর ১২টার দিকে রাজের গ্রামের বাড়ির ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি।’
এরপর তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী তিন মাস পরপর পাঠানো হবে এ চিঠি। যদি রাজ এ চিঠি গ্রহণ না করেন, তাহলে ৯০ দিন পর তাদের ডিভোর্স হয়ে যাবে। আর যদি তিন মাসের মধ্যে তাদের আবার বনিবনা হয়, নিজেদের মধ্যে একটা সমাধান হয়, তাহলে আবারও তারা সংসার করতে পারবেন।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গেলো বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।
এ সম্পর্কিত আরও পড়ুনডিভোর্স | লেটার | নিয়ে | গেছেন | রাজের | ভাই | পরিচয়ে | একজন