আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনে হামলা থেকে আপনার সৈন্যদের বিরত রাখুন : জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনে হামলা থেকে আপনার সৈন্যদের বিরত রাখুন : জাতিসংঘ মহাসচিব

প্রেসিডেন্ট পুতিন, অনুগ্রহ করে ইউক্রেনে হামলা চালানো থেকে আপনার সৈন্যদের বিরত রাখুন এবং শান্তির পথ খোঁজার সুযোগ দিন। এতে ইতোমধ্যে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। বললেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রাশিয়া-ইউক্রেন সংকট বিষয়ে তিন দিনের মধ্যে নিরাপত্তা পরিষদের দ্বিতীয় জরুরি বৈঠক চলাকালে গুতেরেস এ কথা বলেন।

এদিকে, মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন।

এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়।

রাশিয়ান বাহিনীর বোমা হামলায় এ পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছে। জানিয়েছে ইউক্রেনের পুলিশ।

পুলিশ বলছে, ওদেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে হওয়া হামলায় ছয়জন মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনে | হামলা | আপনার | সৈন্যদের | বিরত | রাখুন | | জাতিসংঘ | মহাসচিব