আর্কাইভ থেকে বাংলাদেশ

ফকিন্নী বাজার গিয়ে দেখুন, কেমন আছে মানুষ: নজরুল ইসলাম খান

ফকিন্নী বাজার গিয়ে দেখুন, কেমন আছে মানুষ: নজরুল ইসলাম খান

সরকারের দাবি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু রাজধানীর বউ বাজার বা ফকিন্নী বাজার গিয়ে ঘুরে আসলে বাস্তব চিত্র দেখা যাবে। সব শ্রেণির মানুষ টিসিবির ট্রাকের পেছনে লাইন দিচ্ছে, হয় মাস্কে মুখ ঢেকে নাহয় মাফলারে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে বিএনপির জাতীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাড‌ভো‌কেট নিপুন রায় চৌধুরীর ওপর হামলা ও মামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন গণমাধ্যমের তথ্যানুযায়ী গেলো বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ চাল আমদানি করা হয়েছে, স্বাধীনতার পর থেকে এ সময়ের আগ পর্যন্ত এত চাল আমদানি করা হয়নি।  

দেশে অদ্ভুত সব ঘটনা ঘটছে। গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বেড়েছে। আরও শতকরা ২০ ভাগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই সরকার থাকলে এই দাম আরও বাড়বে। জানান বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য।

নেতাকর্মীদের প্রতি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি খুব শিগগিরই দ্রব্যমূল্য হ্রাস এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামবে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন ফকিন্নী | বাজার | গিয়ে | দেখুন | কেমন | আছে | মানুষ | নজরুল | ইসলাম | খান