আর্কাইভ থেকে বাংলাদেশ

চাপ সামলাতে শুক্রবারও খোলা থাকবে টিকাকেন্দ্র

চাপ সামলাতে শুক্রবারও খোলা থাকবে টিকাকেন্দ্র

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান টিকা কর্মসূচিতে মানুষের আগ্রহ বেড়ায় ,দেশের অধিকাংশ কেন্দ্রেই টিকা প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা যায়। এ অবস্থায় চাপ সামলাতে সাপ্তাহিক ছুটির দিনেও আগামী কাল (শুক্রবার) টিকাকেন্দ্র চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভ্যাকসিনেশন সেন্টারসমূহে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।  চাপ কমাতে আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র/ বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম  পরিচালিত হবে ।

উল্লেখ্য, সে দিন অনিবন্ধিত সকলেই ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।  চলমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণকল্পে মোট জনসংখ্যার ৭০% জনগোষ্ঠীকে ১ম ডোজের আওতায় আনতে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’ হাতে নিয়েছে সরকার।

এ বিশেষ কার্যক্রমের মধ্যে দিয়ে সরকার দেশের সকলকে ১ম ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরবর্তীতে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে।

 

এসআই/
 


 

এ সম্পর্কিত আরও পড়ুন চাপ | সামলাতে | শুক্রবারও | খোলা | থাকবে | টিকাকেন্দ্র