আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে নেপাল  ও বাংলাদেশী ব্যবসায়ীদের মতবিনিময় সভা

পঞ্চগড়ে নেপাল  ও বাংলাদেশী ব্যবসায়ীদের মতবিনিময় সভা
নেপালী ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় চেম্বার ভবনে দুই দেশের ব্যবসায়ীদের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাত সদস্যের নেপালী ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন নেপাল চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নবীন থাপা, বাংলাদেশী ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পঞ্চগড় চেম্বারের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ। বাংলাদেশ নেপাল চেম্বারের পরিচালক মোহাম্মদ খায়রুল বাসার, আমদানী রপ্তানী গ্রুপ পঞ্চগড়ের সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারন সম্পাদক কুদরত-ই খুদা মিলন সহ পঞ্চগড় চেম্বারের পরিচালকরা অংশ নেন। এ সময় বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি নজরুল ইসলাম, বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ উপস্থিত ছিল। সভায় নেপালের ব্যবসায়ীরা ডেইরি ফুড ও নেপালের ঘি বাংলাদেশে রপ্তানির আগ্রহ প্রকাশ করে তাদের তৈরি গুড়াঁ দুধ বিষয়ে বিষদ আলোচনা করেছেন । অপরদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা নেপাল থেকে বিদ্যুৎ, পাথর আমদানী নিয়ে বক্তব্য দেন। বাংলাবান্ধা দিয়ে বাস ট্রেন নেপালে সরাসরি চলাচলের বিষয় তুলে ধরেন। এছাড়াও বাংলাবান্ধা স্থল বন্দরে নেপালের ভিসা প্রসেসিং সেন্টার গড়ে তোলার জন্য নেপালী ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ নেপালী ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, দেশের একমাত্র চর্তূদেশীয় স্থল বন্দর বাংলাবান্ধায় একটি শান্তিপূর্ন বন্দর । এই পোর্ট দিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে নেপালি ব্যবসায়ীদের পন্য রপ্তানী করার কথা বলেন তিনি। সেই সাথে আগামিতে পঞ্চগড়ের বানিজ্য মেলায় নেপালি পন্য প্রদর্শনী সহ নেপালি ব্যবসায়ীদের সহযোগীতার আশ্বাস দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | নেপাল  | ও | বাংলাদেশী | ব্যবসায়ীদের | মতবিনিময় | সভা