আর্কাইভ থেকে দেশজুড়ে

মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে সাতকাহন ফ্রেন্ডস্ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে সাতকাহন ফ্রেন্ডস্ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাতকাহন ফ্রেন্ডস্ ক্লাব নামে একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করেছে সংগঠনটি। শনিবার (২৩ সেপ্টেম্বর) শেষ বিকালে উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে ক্রীয়া সামগ্রী প্রদান করে ১০টি ঔষধি গাছের চারা রোপনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ সময় তরুন সাংবাদিক নুরনবী মিয়া সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এ সময় ফুলবাড়ী উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য সচিব ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান আজাদী, উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও স্পোর্টস কমিউনিটি ফুলবাড়ীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সজল পোদ্দার। তরুন সাংবাদিক নুরনবী মিয়া ও ফুলবাড়ী উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য সচিব ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান আজাদী তাদের বক্ত্যবে বলেন, ভয়কে জয় করে সর্ব প্রথম এই সংগঠনটির কাজ হবে মাদকের হাত থেকে তরুন-যুবক সমাজকে মুক্ত করা। সেই সাথে বাল্যবিবাহ থেকে কমলমতি শিক্ষার্থীদের রক্ষা করাসহ তাদের শ্লোগান এবং লক্ষ্য গুলো বাস্তবায়ণ করলে সাতকাহন ফ্রেন্ডস ক্লাব নামের সংগঠনটি এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এ সময় সাতকাহন ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক পলাশ ইসলাম সকলের সহযোগিতা কামনা করে বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে এলাকার মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সমস্যার মোকাবেলাসহ আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবো। ক্রীয়া, শিক্ষা, বিনোদন ছাড়াও ক্লাবটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন মাদকবাল্যবিবাহ | প্রতিরোধে | সাতকাহন | ফ্রেন্ডস্ | ক্লাবের | আনুষ্ঠানিক | যাত্রা | শুরু