আর্কাইভ থেকে জাতীয়

৭ মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণা; প্রধানমন্ত্রী

৭ মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণা; প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণা, যুদ্ধের রণকৌশলে জাতির পিতার প্রতিটি পদক্ষেপ বাস্তবমুখী ছিলো।

রোববার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, তিনি (বঙ্গবন্ধু) জাতিকে একটি অসহযোগ আন্দোলনের পথ ধরে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যান। তার সারাজীবনের সংগ্রামের অভিজ্ঞতা ও বাঙালি জাতিকে নিয়ে তার লক্ষ্য স্থির করেই ভাষণ দিয়েছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে করোনাকালের বিরতি ভেঙে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ধানমন্ডিতে ঢল নামে সাধারণ মানুষের। সবার কণ্ঠে এক ও অদ্বিতীয় নেতা বঙ্গবন্ধুর জয়গান শোনা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন ৭ | মার্চের | ভাষণই | স্বাধীনতার | ঘোষণা | প্রধানমন্ত্রী