আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেন ছাড়ছে মানুষ, কারফিউ জারি

ইউক্রেন ছাড়ছে মানুষ, কারফিউ জারি

রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধে অসমর্থিত সূত্রে উবয় পক্ষে নিহত হাজার ছাড়িয়েছে। এখনও চলছে যুদ্ধ।

জাতিসংঘ বলছে, গেলো ৪৮ ঘন্টায় ১ লক্ষ ২০ হাজার লোক ইউক্রেন ছেড়ে পালিয়েছে। অন্য সূত্র বলছে প্রায় দেড় লাখ লোক দেশ ছেড়েছে।

রাজধানী কিয়েভ শহর জুড়ে কারফিউ জারি করা হয়েছে, যা সোমবার সকাল পর্যন্ত বলবৎ থাকবে।

যেসব নাগরিককে এসময় রাস্তায় দেখা যাবে, তাদের শত্রু পক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে কিয়েভের কর্তৃপক্ষ।

এর আগে একটি ঘোষণায় জানানো হয় কারিফউ জারি থাকবে প্রতি দিন স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত। মেয়রের দপ্তর থেকে এরপর কারফিউ-এর হালের এই মেয়াদ ব্যাখ্যা করা হয়।

বলা হয় যে কারফিউ বর্তমানে বলবৎ আছে, তা সোমবার স্থানীয় সময় সকাল আটটার আগে উঠবে না।

রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা বলেছেন তিনি ইউক্রেনে তার যোদ্ধাদের পাঠিয়েছেন, যারা রুশ সৈন্যদের সাথে হাত মিলিয়ে যুদ্ধ করবে।

অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে রামযান কাদিরভ বলেন চেচেন বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনের একটি সামরিক স্থাপনা সফলভাবে দখল করেছে। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এই প্রজাতন্ত্রের নেতা রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন মিত্র।

রাশিয়ার আক্রমণকে সমর্থন করে কাদিরভ বলেছেন, ইউক্রেনের ওপর হামলা চালানোর যে সিদ্ধান্ত মিঃ পুতিন নিয়েছেন তা মস্কোর শত্রুদের ইউক্রেনের মাটি ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর সুযোগ প্রতিহত করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেন | ছাড়ছে | মানুষ | কারফিউ | জারি