আর্কাইভ থেকে বাংলাদেশ

কখনোই পক্ষপাত হয়ে কাজ নয়: নতুন সিইসি

কখনোই পক্ষপাত হয়ে কাজ নয়: নতুন সিইসি

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামায়াত কোনো ঘরানার মানুষ নই। পক্ষপাত হওয়ার সুযোগ কতোটা আছে জানা নেই। তবে ব্যাক্তিগতভাবে বলবো, আমি কখনোই পক্ষপাত হয়ে নয়, নিরপেক্ষ হয়েই কাজ করবো। ক্ন্তিু আমার সীমিত সাধ্যের মধ্যে। জানালেন বাংলাদেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

গেলো শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে নতুন সিইসি এ কথা বলেন।

তিনি জানান, পথটা খুব সুখের নয়, খুব চ্যালেঞ্জিং একটা জব হবে। তবে যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। সফল হবো কি বিফল হবো তা ভবিষ্যৎ বলবে।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, আমার সীমিত জ্ঞান দিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা নিয়ে আগামী নির্বাচন সফলভাবে করতে চাই। সাধারণ জনগণকে নির্বাচনমুখী করতে পারি। ভোটাররা যাতে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্বটা মূলত আমাদের। আমি এটা বলে রাখবো, নির্বাচন কমিশনকে যেভাবে দায়ি করা হয়, নির্বাচন কমিশন ওতোটা দায়ী নয়।

প্রধান নির্বাচন কমিশনার জানান, আমি কোনো ঘরনার নই, আমার প্রত্যাশা দেশের নির্বাচন ব্যবস্থা উন্নত হোক। কারণ জাতীয় সংসদ ব্যালেন্স হওয়া দরকার। অনেকে মনে করেন- বিরোধী দল সরকারের অংশ নয়, আসলে বিরোধী দলের এমপিরাও সরকারের অংশ। তারা সরকারি দলের এমপিদের ভুলগুলো সব সময় সতর্ক করে দিচ্ছেন। সতর্ক করে দেয়ার সুবিধাগুলো জনগণ পাচ্ছেন।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের ইস্যু টেনে তিনি বলেন, যদি দেশের পলিটিক্যাল লিডারশীপ দায়িত্বশীল না নয়, পলিটিক্যাল ক্লাইমেটকে নির্বাচনের অনুকূলে আনা সম্ভব না হয়, তাহলে নির্বাচন কমিশন খুব সফল হবে না। দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের একার নয়, রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ, র‌্যাবিপ অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বিজিবি, আনসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রির্টানিং অফিসার রয়েছেন। তাদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।

হাবিবুল আউয়াল বলেন, বিএনপিকে নির্বাচন মুখী করার চেষ্টা করবো। তাদের প্রতি আস্থা সৃষ্টি করা। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায়। বিএনপির এই দাবি রাজনৈতিক। এটি কোনোভাবেই নির্বাচন কমিশনারের ইস্যুর মধ্যে পড়ে না। কাজেই নির্বাচন কমিশন সাংবিধানিক নিয়মে নির্বাচন করবে। নির্বাচন কমিশন কখনই আওয়ামী লীগ ও বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলবে না। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ইস্যু রাজনৈতিক দলগুলো বুঝবে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে-বিপক্ষে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই।

সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য পাঁচজন কমিশনারকে শপথ গ্রহণ করতে হবে। শপথের প্রতি আমাদের অনুগত থাকতে হবে। সমালোচনা আমাদের ক্ষেত্রে হতে পারে। কারণ নির্বাচনের সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নয় বলে জানান সিইসি।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন কখনোই | পক্ষপাত | হয়ে | কাজ | নতুন | সিইসি