আর্কাইভ থেকে দেশজুড়ে

আদমপুরের তহশিলদারের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

আদমপুরের তহশিলদারের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নে তহশিলদার আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুনীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ে করেছেন ভুক্তভোগীরা। তবে কোনও প্রতিকার পাননি বলে জানান তারা।

স্থানীয়রা অভিযোগ করেন, তহশিলদার আনিসুর রহমান খাজনার টাকা যা আদায় করেন তার বিপরীতে অনেক কম টাকার প্রাপ্তি রশিদ দেন।

অহিদ মিয়া নামে একজন জানান, তার কাছ থেকে তহশিলদার তিন জাহার টাকা খাজনা নিয়েছেন, এর বিপরীতে তাকে দুইশ টাকার রশিদ দিয়েছেন।

ছাদেক মিয়া নামে একজন জানান, তার নিকট থেকে ৬৩ হাজার টাকা ভুমি কর নিয়ে তাকে ১৭ হাজার টাকার রশিদ দিয়েছেন।

নরুল ইসলাম জানান, তার নিকট থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে তাকে ৪৭২ টাকার রশিদ দিয়েছেন।

ছিদ্দিক মিয়া জানান, তার কাছে থেকে ছয় হাজার টাকা নিয়ে তাকে ১৯৩ টাকার রশিদ দিয়েছেন।

এরকম আরও অনেকেই এ অভিযোগ করেছেন। তারা জানিয়েছে এ অভিযোগ উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

তাদের দাবি, অভিযুক্ত তহশিলদার আনিসুর রহমানকে বিচাররের আওতায় আনা হোক। একই সঙ্গে তাকে আদমপুর থেকে প্রত্যাহার করা হোক।

এ বিষয়ে জানতে চালাইলে মুঠোফোনে তহশিলদার আনিসুর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে কয়েকজন ইচ্ছাকৃত ভাবে তাকে হেয় করার জন্য এসব কথা বলছে। তবে, রশিদগুলো সঠিক বলে জানান।

আদমপুরের নবনির্বাচিত চেয়ারম্যান এ অভিযোগের বিষয়ে বলেন, এলাকার মানুষের পক্ষে তিনি ২০২১ সালের ৯ জুন জেলাপ্রশাসক বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন। আনিসুর রহমানকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

মুক্তিযোদ্ধা রইস উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি ভুমি কমিশনারের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের সাড়া না পেয়ে গেলো ২৪ জানুয়ারি, ২০২২ তারিখে উপজেলা সহকারি ভুমি কমিশনারের কাছে আবার অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে চালাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাইদুল ইসলাম জানান, বিষয়টি অবগত রয়েছেন। তহসিলদার আনিসুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন আদমপুরের | তহশিলদারের | বিরুদ্ধে | অতিরিক্ত | খাজনা | আদায়ের | অভিযোগ