আর্কাইভ থেকে বাংলাদেশ

চাকরি ফিরে পেতে দুদকে শরীফের আবেদন

চাকরি ফিরে পেতে দুদকে শরীফের আবেদন

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন।  

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুদক চেয়ারম্যান বরাবর তিনি এ আবেদন করেন। একই সঙ্গে তিনি চাকরিতে পুনর্বহালের দাবিও জানিয়েছেন।

গেলো ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক। আদেশের দিন থেকেই তার চাকরিচ্যুতি কার্যকর বলে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়।

চাকরিতে পুনর্বহাল চেয়ে লিখিত আবেদনে শরীফ উদ্দিন বলেন, তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করার আগে তার কোনো বক্তব্য নেয়া হয়নি। এটি সংবিধান পরিপন্থী।

শরীফকে গেলো বছরের ১৬ জুন চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। তিনি সবশেষ পটুয়াখালীতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন চাকরি | ফিরে | পেতে | দুদকে | শরীফের | আবেদন