আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপে জায়গা পেয়ে যা জানালেন তানজিম

বিশ্বকাপে জায়গা পেয়ে যা জানালেন তানজিম
নানা নাটকীয়তার পর ২০২৩ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তানজিম সাকিব। ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান তিনি।  গণমাধ্যমকে তিনি জানান, 'ভালো লাগছে। (বিশ্বকাপে) সেরাটা খেলার চেষ্টা করব যদি ম্যাচ পাই, ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই।' স্কোয়াডে জায়গা পাবার পর পরিবারের অনুভূতি কেমন জানতে চাইলে তরুণ এই পেসার বলেন, 'হ্যাঁ, সবার সাথে কথা হয়েছে, জানিয়েছি। আম্মু খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আব্বু তো অনেক বেশি খুশি।'   বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।  

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপে | জায়গা | পেয়ে | জানালেন | তানজিম