আর্কাইভ থেকে বাংলাদেশ

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরকার কোনোভাবেই উদ্বিগ্ন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরকার কোনোভাবেই উদ্বিগ্ন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্প্ন্ন করতে বাংলাদেশিদের ওপর আরোপ করা ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরকার কোনোভাবেই উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নেয়ামতপুরে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা যুক্তরাষ্ট্র উল্লেখ করেনি। তারা নিয়মিতভাবেই সবাইকে ভিসা দেন না। এটা তাদের নিজস্ব বিষয়ে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন,  এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়। বর্তমান সময় ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে। বকাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিল এখনো তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। এ সময় অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন! এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ভিসা | নিষেধাজ্ঞা | নিয়ে | সরকার | কোনোভাবেই | উদ্বিগ্ন | | স্বরাষ্ট্রমন্ত্রী