আর্কাইভ থেকে আইন-বিচার

আইনমন্ত্রীর আহ্বানেই আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার

আইনমন্ত্রীর আহ্বানেই আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার
খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার জন্য আইনমন্ত্রী বলেছিলেন নতুন করে সরকারের কাছে আবেদন করতে। আর এই আহ্বানের প্রেক্ষিতেই খালেদা জিয়ার পরিবার আবেদন করেছে। তবে তা এখনো নিষ্পত্তি হয়নি। বললেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে তিনি এ কথা বলেন। কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার পরিবার জীবন রক্ষার জন্য এখনো সরকারের কাছে মানবিকতা প্রত্যাশা করছে। ব্যারিস্টার আরও বলেন, সরকার তাকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছে। সরকার নির্বাহী আদেশেই তাকে বিদেশে পাঠাতে পারেন। এর আগে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গেলো ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই চিঠি দিয়েছেন। খালেদা জিয়ার ভাইয়ের করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে মতামত দেয়ার জন্য। এখনও আবেদনটি আইন মন্ত্রণালয়ে রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার ভাইয়ের করা একটি আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। তারা বিষয়টি দেখছেন। আবেদনের বিষয়ে তারা এখনও কোনো মতামত দিইনি। টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন আইনমন্ত্রীর | আহ্বানেই | আবেদন | করেছে | খালেদা | জিয়ার | পরিবার