সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল : তথ্যমন্ত্রী
আগামী ১৩ অক্টোবর মুক্তি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়োপিকের ট্রেলার প্রদর্শনকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সিনেমাটি বাস্তব ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনা দিয়ে সিনামা শেষ হয়েছে। খুনিরা ১০ বছরের রাসেলকে কীভাবে হত্যা করলো সেটি দেখা খুবই কষ্টকর।
সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে।
তিনি বলেন, সব অভিনেতা অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন। আরেফিন শুভ, তিশা অসাধারণ অভিনয় করেছেন।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বিষয়ে তথ্য প্রকাশ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। এক ফেসবুক স্ট্যাটাসে জানানো হয়, আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।
ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।
এ সম্পর্কিত আরও পড়ুনসিনেমাটি | জাতির | জন্য | ইতিহাসের | দলিল | | তথ্যমন্ত্রী