আর্কাইভ থেকে বাংলাদেশ

সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করছে বেলারুশ

সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করছে বেলারুশ

রাশিয়া আক্রমণ শুরু করার প্রায় এক সপ্তাহে পুতিনের সৈন্যরা ইউক্রেনের বেশ কয়েকটি সীমান্ত অঞ্চল দখল করেছে এবং কিয়েভের উপর আক্রমণ বাড়িয়েছে। এতে হতাহত হয়েছে কয়েক হাজার।

রাশিয়ান বাহিনী ইউক্রেনের সবচেয়ে বড় শহরগুলিতে তাদের বোমাবর্ষণ তীব্র করেছে, কর্মকর্তারা বলেছেন, আবাসিক এলাকায় রকেট বর্ষণ করেছে।

সব শেষ খবরে জানা গেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে কমপক্ষে ১০ জন এবং পশ্চিমাঞ্চলীয় শহর জাইটোমিরে চারজন নিহত হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ইউক্রেন সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি।

লুকাশেঙ্কো বলেন, ইউক্রেন সীমান্তে ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে দশটি করা হবে। এসব ব্যাটালিয়ন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ভ্রাম্যমাণ থাকবে। তারা সীমান্তে বেলারুশের বিরুদ্ধে যে কোন ধরণের উস্কানি এবং সামরিক তৎপরতা ঠেকাবে।

তিনি বলেন, সৈন্য সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। দেশের ভেতরে যাতে উগ্রবাদী এবং অস্ত্র ঢুকতে না পারে (ইউক্রেন থেকে) সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেবার কারণে বেলারুশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো।

রাশিয়ার প্রতিবেশী বেলারুশের সরকার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন- রাশিয়ার কোনও বিমান আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

বাইডেন বলেন, এ নিষেধাজ্ঞা রাশিয়ার উপর আরো বিচ্ছিন্ন করবে এবং তাদের অর্থনীতির উপর চাপ তৈরি করবে।

ইউরোপিয় ইউনিয়ন এবং কানাডা তাদের আকাসসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেবার পর আমেরিকার কাছ থেকেও এ ধরণের পদক্ষেপ এলো।

এ সম্পর্কিত আরও পড়ুন সীমান্তে | সৈন্য | সংখ্যা | দ্বিগুণ | করছে | বেলারুশ