আন্তর্জাতিক

ইরান আবার অস্ত্র কর্মসূচি শুরু করলে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরান আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে অগ্রসর হলে যুক্তরাষ্ট্র আরেকটি বড় ধরনের হামলায় সমর্থন দিতে পারে আমেরিকা। এমন হুঁশিয়ারি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে সতর্ক বার্তা জানিয়েছেন, হামাস নিরস্ত্র না হলে গুরুতর পরিণতি হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি ইঙ্গিত দেন, জুনে যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলার পরও তেহরান হয়তো ভিন্ন স্থানে অস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র #যুক্তরাষ্ট্র #আমেরিকা #ডোনাল্ড ট্রাম্প