আন্তর্জাতিক

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য দেশ।

সোমবার (২৯ ডিসেম্বর) নিউইয়র্কে বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ ইসরায়েলের সিদ্ধান্তের সমালোচনা করে। ব্যতিক্রম ছিল শুধু যুক্তরাষ্ট্র। দেশটি ইসরায়েলকে নিন্দা করেনি।

গেল সপ্তাহে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল। ইসরায়েলই একমাত্র দেশ যারা এই স্বীকৃতি দিলো। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকে।

বৈঠকে সোমালিয়ার রাষ্ট্রদূত আবু বকর দাহির ওসমান বলেন, গাজার বাসিন্দাদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই স্বীকৃতি দেয়া হয়েছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #সোমালিয়া #সোমালিল্যান্ড #স্বাধীন রাষ্ট্র #ইসরায়েলের স্বীকৃতি