বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে আপনারা রাজনীতি করবেন, সেটা তো করতে দেয়া যায় না। বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির দাবার গুটি বানিয়েছে। এতে করে মনে হয়েছে, তারা চায় না বেগম খালেদা জিয়ার সুস্থ হোক। তারা চায় খালেদা জিয়া আরও অসুস্থ হয়ে থাকুক। তাহলে তারা রাজনীতিটা করতে পারে খালেদা জিয়াকে নিয়ে। খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় সরকার তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছে। বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও সংসদ এলাকা কবর অপসারণের দাবিতে মায়ের কান্না আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
সম্প্রচারমন্ত্রী বলেন, জিয়া ও বিএনপির বর্বরতা, মানবাধিকার হরণ, নিষ্ঠুরতা ও আগুন সন্ত্রাসে যারা মারা গেছেন, তাদের বিরুদ্ধে তাদের কোনো বিবৃতি দেখি না। তাদের দেশেই মানবাধিকার নেই।
হাছান মাহমুদ, আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১২-১৪ সালে কীভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিরীহ মানুষ যারা রাজনীতি বোঝে না, রাজনীতি করে না, রাজনীতির অঙ্গনে হাঁটে না তাদের কীভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। ক্লান্ত চালক-হেলপাররা যখন গাড়ির ভেতর ঘুমিয়ে ছিলেন, তারা যেন বাইরে বের হতে না পারে সেজন্য দরজায় তালা দিয়ে গাড়িতে আগুন দেয়া হয়েছে। গাড়িও পুড়ে গেছে আর ড্রাইভারের দেহ পুড়ে অঙ্গার হয়েছে। এই হচ্ছে নির্মমতা নিষ্ঠুরতা। তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বাইরে থেকে এগুলোর নেতৃত্ব দিয়েছেন। আর বিদেশ বসে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, যারা গণতন্ত্র শিক্ষা দিতে চায়, তাদের অনেক দেশেই গণতন্ত্র নেই৷ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আক্রমণ, বিএনপির জ্বালাও-পোড়াও নিয়ে কেউ বিবৃতি দেয় না। আওয়ামী লীগ ঘুষি মারলেই বিবৃতি দেয়া হয়।
টিআর/