বিশ্বকাপের মূল পর্ব শুরুর পূর্বে শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজও দলে নেই সাকিব। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়কের ভূমিকায় দেখা গেছে মেহেদি হাসান মিরাজকে। বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আবার অধিনায়কের ভূমিকায় ফিরেছেন নাজমুল শান্ত।
গুয়াহাটিতে টস সেশনে জস বাটলারের পাশে দেখা গিয়েছে ইনজুরিফেরত এই ব্যাটারকে। টস জিতে এদিন ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টপ অর্ডারের দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগাররা
বাংলাদেশ স্কোয়াড
তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড স্কোয়াড
ডেভিড মালান, জনি বেয়ারেস্ট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিসি টপলি, মার্ক উড, গাস অ্যাটকিনসন।।