আর্কাইভ থেকে বাংলাদেশ

‘খেরসন’ রুশদের জিম্মায়, শহরে কারফিউ জারি

‘খেরসন’ রুশদের জিম্মায়, শহরে কারফিউ জারি

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের অষ্টম দিনে ইউক্রেনের প্রধান বন্দরনগরী খেরসন দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী। সেখানকার বাসিন্দাদের ওপর কারফিউ জারি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দক্ষিণাঞ্চলীয় এই শহরটির দখল নিয়েছে বলে শহরের মেয়রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রথম কোনো বড় শহর হিসেবে খেরসনের দখল নিলো রাশিয়া। এক সপ্তাহ আগে পূর্ব ইউরোপের এই দেশটি জুড়ে রাশিয়ার সামরিক বাহিনী সর্বাত্মক হামলা শুরু করে এবং ব্যাপক সংঘর্ষের পর বুধবার (২ মার্চ) শহরটির পতন হয়।

খেরসন শহরের মেয়র ইগোর কলিখায়েভ জানিয়েছেন, দেশের অন্যতম প্রধান এই শহরটি দখলে নেয়ার পর রুশ সেনরা সিটি কাউন্সিল ভবনে প্রবেশ করে এবং শহরে কারফিউ জারি করে।

গেলো সোমবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধবিরতিতে আসতে বেলারুশে প্রথমবার আলোচনায় বসে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধই দল। তবে আলোচনায় কোনো সমাধান আসেনি। দুই দেশেই দ্বিতীয় দফা বৈঠকে বসতে হয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন খেরসন | রুশদের | জিম্মায় | শহরে | কারফিউ | জারি