আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনের বিভিন্ন স্তরে বড় ধরনে রদবদল হতে পারে বলে জানা গেছে। একাধিক মন্ত্রণালয়ের সচিব ও অন্তত ১০ জেলা প্রশাসক পদে আসতে পারে নতুন মুখ।
বুধবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সচিব পদে রদবদল করা হতে পারে।
চলতি মাসে ও নভেম্বরে তিন মন্ত্রণালয়ে সচিবের পদ শূন্য হচ্ছে। এসব পদে দেখা যাবে নতুন মুখ। মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্য সচিবের অবসরের সময় ঘনিয়ে আসায় এ রদবদল হচ্ছে। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া না হলে নতুন নিয়োগকে কেন্দ্র করে কয়েকটি পদে পরিবর্তন হবে।
জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ১৩ অক্টোবর। তার জন্মদিন ১৪ অক্টোবর। ওই দিন তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন। জানা জানায়, মাহবুব হোসেনকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে সরকার। যদি কোনো কারণে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া না হয় সে ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী হবেন নতুন মন্ত্রিপরিষদ সচিব।
অন্যদিকে ৯ অক্টোবর চাকরির মেয়াদ শেষ হচ্ছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের। তার স্থলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম অথবা খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে নিয়োগ দেয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে কমপক্ষে ১০ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। তারা হচ্ছেন- রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ, নোয়াখালী জেলার দেওয়ান মাহবুবুর রহমান, চাঁদপুর জেলার কামরুল হাসান, চট্টগ্রাম জেলার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান।
এসি//